বাউফলে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে দলিল লেখকদের কলম বিরতি

বাউফলে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে দলিল  লেখকদের কলম বিরতি
মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমাকে অপসারণের দাবিতে দলিল লেখক সমিতির উদ্যোগে অনিদৃষ্টকালের জন্য কলম বিরতি শুরু হয়েছে। গতকাল রবিবার থেকে এ কলম বিরতি শুরু হয়েছে। এর ফলে ওই দিন সব-রেজিস্ট্রি অফিসে কোন দলিল সম্পন্ন হয়নি। ভোগান্তীর শিকার হচ্ছেন দলিল দাতা ও গ্রহিতারা। দলিল লেখক সমিতির সভাপতি আবদুল বারেক বলেন, ২০২০ সালে ‘সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা বাউফল উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি নানা দুর্ণীতির সাথে জড়িয়ে পরেন । একজন দুর্ণীতিবাজ কর্মকর্তা নিদৃষ্ট হারে পার্সেন্টিস না দিলে তিনি দলিল রেজিস্ট্রি করেননা। তিনি অফিস স্টাফসহ বিভিন্ন মানুষের সাথে অসাদাচারণ করেণ। প্রতি সপ্তাহে রবিবার ও সোমবার অফিস করেন না। বৃহস্পতিবার ঢাকা পরিবারের কাছে চলে যান। কর্মস্থলে আসেন সোমবার বিকালে কিংবা মঙ্গলবার সকালে। এতে কাজে বিঘœ হয়। চলতি বছর ৭ জুলাই নিবন্ধন অধিদফতর থেকে তাকে ঝালকাঠি সদও উপজেলায় বদলি করা হয়। তার ৭ দিন পরেই গত ১৪ জুলাই ‘সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমাকে পুনরায় কি কারনে আবার পূর্বের কর্মস্থাল বাউফলে বদলি করা হয়। ‘সাব- রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা কর্মস্থলে যোগদান করার পর তার বিরুদ্ধে অবস্থানকারী দলিল লেখকদের দেখে নেয়ার হুমকি দেন। এর প্রেক্ষিতে ‘বাউফল সাব- রেজিস্ট্রি অফিসের ৭৭ জন দলিল লেখক তাকে অপসারণের দাবিতে আজ রবিবার থেকে অনিদৃষ্টকালের জন্য কলম বিরতিসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। তাই তাকে অপসারণ না করা পর্যন্ত আমাদের কলম বিরতি চলবে।’ এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমাকে ০১৭১৫১৬৯৫৯৫ নম্বরে একাধিকবার মোবাইলে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।